1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ক্রিকেটারদের সঙ্গে পিসিবি’র চুক্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

 

ক্রীড়া প্রতিবেদক ॥ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২০ ক্রিকেটার। ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে সুযোগ পেয়েছেন ৮ ক্রিকেটার। চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, হায়দার আলী, হারিস সোহেল, ইফতেখার আহমেদ, শান মাসুদ, উসমান শেনওয়ারি, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিম। তবে দারুণ পারফরম্যান্সে চুক্তির সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন হাসান আলী ও মোহাম্মদ রিজওয়ান। পিএসএলে ভালো করায় ইমার্জিং ক্যাটাগরিতে সুযোগ পান শাহনেওয়াজ দানি। তার সঙ্গে আছেন ইমরান বাট ও উসমান কাদির।‘এ’, ‘বি’, ‘সি’ ও ইমার্জিং এই চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে পিসিবি। ‘এ’ বাদে অন্য ক্যাটাগরিতে ২৫ শতাংশ ম্যাচ ফি বাড়ানো হয়েছে। শীর্ষ তিন ক্যাটাগরিতে ২৫ শতাংশ ও ইমার্জিং ক্যাটাগরিতে ১৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছে।‘এ’ ক্যাটাগরিতে ৪ জন, ‘বি ক্যাটাগরিতে ৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭ জন ও ইমার্জিং ক্যাটাগরিতে ৩ ক্রিকেটার আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com