আমলা অফিস ॥ কুষ্টিয়ার খাজানগর এলাকার দাদা রাইচ মিলে অভিযান চালিছে ভ্রাম্যমান আদালত। এসময় প্লাস্টিকের মোড়কে চাউল রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন। কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন জানান, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্য করে পাটের মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাউল রাখায় অপরাধে দাদা রাইচ মিলের ম্যানেজার শিহাব উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উক্ত আইন মেনে চলার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।