নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার চরাঞ্চলে রাতের আধারে জোরপূর্বক কৃষি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছেন বহলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রশিদের ছেলে তুফান বিল্লাহ নামের প্রভাবশালী এক দুষ্কৃতী। এ বিষয়ে জমির মালিক কৃষক অসহায় ছানা পাঠান বিচার না পেয়ে কুষ্টিয়া মিরপুর থানায় তুফান বিল্লা ও সান্টু গাইন এর ছেলে ইকবাল নামের দুই ভূমিদস্যুর নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তুফান বিল্লা ও ইকবালসহ তাদের অস্ত্রধারী বাহিনীরা দীর্ঘদিন চরাঞ্চলের অসংখ্য কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে ভাটায় বিক্রি করে দিচ্ছেন। তাদের ভয়ে কৃৃষকরা কথা বলতে পারেনা কিছু বলতে গেলে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। গত বৃহস্পতিবার রাতে কৃষক ছানা পাঠানের জমির সমস্ত মাটি কেটে বিক্রি করে দেয় এই চক্র। খবর পেয়ে ছানা পাঠান তার জমিতে গেলে তুফান বিল্লা ও সঙ্গীরা কৃষক ছানা পাঠানকে মেরে ফেলার হুমকি দেয়, পরে কৃষক ছানা পাঠান এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়ে মিরপুর থানার তদন্ত অফিসার তুহিন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিন গিয়ে দেখা গেছে নদী রক্ষা বাঁধ এর পাশেই চরাঞ্চলের কৃষকদের জমির মাটি দীর্ঘদিন এই চক্রটি প্রভাব খাটিয়ে বিক্রি করে আসছেন। যা নদী রক্ষা বাঁধের জন্য হুমকি স্বরূপ। গত মাস দুয়েক আগে জেলা প্রশাসনের অভিযানে এই চক্রটির মাটিকাটা এস্কেভেটর ও ড্রাম ট্রাক আটক করে পুলিশ এবং জরিমানা হিসেবে নয় লক্ষ টাকা আদায় করে প্রশাসন। তুফান বিল্লাহসহ সবাই চক্রটি পুনরায় আর মাটি কাটবেন না বলে মুচলেকা দিয়ে ড্রাম ট্রাক ও এস্কেভেটর মেশিন ছাড়িয়ে আনেন। কিছুদিন যেতে না যেতেই আবার জোরপূর্বক কৃষকের জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছে সেই প্রভাবশালী ভূমিদস্যু তুফান বিল্লা, ইকবাল ও তার সহযোগীরা এই ভূমিদস্যুদের কবল থেকে বাঁচতে প্রশাসনের কাছে সহযোগিতা চান এলাকার অসহায় কৃষকরা।
Leave a Reply