ঢাকা অফিস ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘খালেদা জিয়া ডাক দিলে তখন রাজনৈতিক কোনো নেতাকর্মীর কোভিড বা করোনা কিছুই থাকবে না। কোনো নেতাকর্মীর তখন কোভিডের ভয়ও থাকবে না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়া ও জয়নুল আবেদীন ফারুকের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দল এই আয়োজন করে। গয়েশ্বর বলেন, ‘যারা এই মুহূর্তে রোগাক্রান্ত আছেন সবাই সুস্থ হোক। এটা হলো আমাদের রোগের সুস্থতা। কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক রোগ হয়ে গেছে। এই মানসিক রোগের সুস্থতা তখনই আসবে যখন বন্দিদশা থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ডাক দেবেন, বলবেন আমি খালেদা জিয়া বলছি। তখন রাজনৈতিক কোনো নেতাকর্মীর কোভিড বা কিছুই থাকবে না। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্র মুক্তি পাবেই। সুতরাং গণতন্ত্রের আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সূত্রে গাঁথা। যে নামেই সেটা করা হোক না কেন সবই একই সূত্রে।’ তিনি আরও বলেন, ‘গুম কারা হয়, কেন হয় সরকার তো জানে। এখন তারা যদি তাদের নাম প্রকাশ করে তাহলে তারাই (সরকার) তো গুম হয়ে যাবে। করোনার ভ্যাকসিন দ্রুতই আসছে। কিন্তু বাংলাদেশ যে রোগে আক্রান্ত হয়েছে, এই রোগটির ভ্যাকসিন এখনও আবিস্কার হয়নি, কারণ কাজটা বিজ্ঞানিদের না।’ দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা।
You cannot copy content of this page
Leave a Reply