নিজ সংবাদ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলনা বিভাগীয় জাতীয় অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কুষ্টিয়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২৫ জুন বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে চুয়াডাঙ্গা জেলাকে ১-০ গোলে পরাজিত করে। কুষ্টিয়া জেলার পক্ষ একমাত্র জয়সূচক গোলটি করেন তানভীর হোসেন শিমুল। নকআউট ভিত্তিক টুর্ণামেন্টে সর্বমোট ১১টি দল অংশ নেয়। খুলনা সিটি করপোরেশন ছাড়াও বিভাগের ১০টি জেলা টুর্ণামেন্টে অংশ নেয়। কুষ্টিয়া জেলা দলের কোচ জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন জানান কুষ্টিয়া জেলা দল চমৎকার নৈপূর্ণ প্রদর্শন করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ খুলনা বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কুষ্টিয়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা অভিনন্দন জানিয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার নন্দী এক অভিনন্দন বার্তায় জানান অনুর্ধ ১৭ চমৎকার নৈপূর্ণ প্রদর্শন করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এ জন্য কুষ্টিয়া জেলা দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলোয়াড়দের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে আজকের ক্ষুদে খেলোয়াড়রা বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply