ক্রীড়া প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর দীর্ঘ ১৮ মাস শেষে খেলায় ফিরলেন দেশের আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব। চলমান ডিপিএলের তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি। একের পর এক বিতর্কিত কর্মকা-ের কারণে ক্রিকেট থেকে ছিটকে পড়েছিলেন শাহাদাত। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জেলও খাটতে হয়েছে তাকে। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগ চলাকালে সতীর্থ এক ক্রিকেটারের গায়ে হাত তুলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তিনি। তবে আবেদনের প্রেক্ষিতে এ বছর শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফিটনেস টেস্টে চমক দেখিয়েছিলেন, তাই এনসিএল দিয়ে মাঠে ফিরতে পারতেন আরও আগেই। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে খেলার সুযোগ পাননি। তাই শাহাদাতের মাঠে ফিরতে কিছুটা বিলম্ব হল। শনিবার ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে অংশ নেন শাহাদাত। কার্টেল ওভারের ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়া ওল্ড ডিওএইচএসের ইনিংসে ২ ওভার বল করেন শাহাদাত। ১৮ মাস পর বল হাতে নেমে ২ ওভারে ১৬ রান বিলি করেন তিনি, পাননি কোনো উইকেট। বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারের দলেও। নানা কুকীর্তিতে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হন দেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া এই ক্রিকেটার। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান। শাহাদাতের সেই নিষেধাজ্ঞা বিসিবি তুলে নিয়েছে ‘বিশেষ বিবেচনায়’। এ বছর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সেই আবেদন মঞ্জুর হয়।
You cannot copy content of this page
Leave a Reply