খোকসা প্রতিনিধি ॥ আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ৯টি ইউনিয়নের নৌকার কান্ডারী হতে অন্তত ৩৬ জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়নের দলীয় ফরম সংগ্রহ করেছে বলে সূত্রে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে দীর্ঘদিনের টানাপোড়েন ও দলীয় শৃঙ্খলার বিপরীতে একে অপরকে দোষারোপ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পৃথক পৃথকভাবে অনুষ্ঠানের কারণে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা একাধিক প্রার্থীর মনোনয়ন সমর্থনে এ দলীয় ফরম সংগ্রহ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে জানাগেছে। ফরম সংগ্রহ চলমান রয়েছে। তৃতীয় ধাপে নির্বাচনের তফসিল ঘোষণায় কুষ্টিয়ার খোকসা উপজেলার ইউনিয়নের জন্য নয়জন আওয়ামীলীগের কান্ডারী নির্ধারণকল্পে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম এখনো চলমান রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ত্যাগী নেতাদের মধ্যে থেকে যেসকল নেতারা ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তাদের দলীয় প্রোফাইল বিবেচনায় কেন্দ্রিয় কার্যালয় থেকে নমিনেশন সংগ্রহ করার জন্য বলাই এ সমস্যা তৈরি হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা এবং নিয়মতান্ত্রিক কোন নির্দেশনা না মানায় একে অপরকে দোষারোপ করে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করেছে। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৩ নভেম্বর দলের মনোনয়ন চূড়ান্ত বোর্ডএ কে পাচ্ছেন নৌকার কান্ডারী সেটা জানা যাবে।
Leave a Reply