খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নে জাগলবা গ্রামে উই আর বাংলাদেশ (ওয়াব) আর্থিক সামাজিক সংগঠন’র উদ্যোগে সংস্থাটির নিজ অর্থায়নে দুস্থদের মাঝে নতুন ঘর নির্মাণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১ ফেব্র“য়ারি বুধবার দুপুরে জাগলবা গ্রামের ফরিদ শেখ কে নির্মাণকৃত তিন রুম বিশিষ্ট টিন সেটের ১টি ঘর ও সেলাই মেশিন বিতরণ করেন এই আর্থ সামাজিক সংগঠনটির সদস্যরা। নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। পরিবারের সদস্য ফরিদ শেখ বলেন ,৫ জন সদস্য নিয়ে ঘর না থাকায় আমি মানবেতর জীবনযাপন করছিলাম। ডঅই সংস্থাটির নতুন ঘর পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। ওয়াব এর মোডারেটর রাকিব হাসান বলেন, বাংলাদেশের সমস্ত অঞ্চলে আমরা অসহায় পরিবারের মাঝে কাজ করে যাচ্ছি। আমরা ওয়াবের পক্ষ থেকে এ পর্যন্ত ৭১টি ঘর নির্মাণ করে দিয়েছি , ৫৮৫১ ব্যাগ রক্ত প্রদান করেছি, ২০৪ টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, প্রায় ১০ হাজার পরিবারকে খাবার উপহার দিয়েছি, ২৫০ জনকে হুইলচেয়ার বিতরণ করেছি, ৫০০ জনকে শীতের পোশাক ও ২৫ জন এতিম বাচ্চাদের মাসিক হারে খরচ বহন করে যাচ্ছি। উই আর বাংলাদেশ (ওয়াব) এর প্রতিষ্ঠাতা এস এম আকবর বলেন, আমি অনেক স্বপ্ন দেখি। ওয়াব এর মাধ্যমে একটি ডিজিটাল মাদ্রাসা গড়তে চাই যেখানে কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক সব শিক্ষা থাকবে, সকল সুযোগ সুবিধা পাবে শিক্ষার্থীরা। বয়স্কদের যেন রাস্তায় ঘুমাতে না হয় সেজন্য বৃদ্ধাশ্রম ও পথশিশুদের জন্য আবাসস্থল করতে চাই, সেই সাথে লেখাপড়ার সুযোগ-সুবিধা। হাসপাতাল গড়ার ইচ্ছে আছে যেখানে বিনা পয়সায় বা সামান্য কিছু খরচে চিকিৎসা সেবা পাবে দরিদ্র অসহায় রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষ। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকতে চাই। মানব সেবায় আজীবন লড়ে যেতে চাই।
You cannot copy content of this page
Leave a Reply