খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় মীনা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম মোহাম্মদ শামীমের স্ত্রী মিনা আক্তারের গলায় দড়ি প্যাঁচানো লাশ উদ্ধার, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার বৃত্তিনগর গ্রামের আব্দুল মজিদ শেখের মেয়ে মিনা আক্তারকে শিমুলিয়া ইউপির মালিগ্রাম দোপপাড়ার মৃত সামাদ সেখের ছেলে শামীম (২৮) সাথে গত ৫ বছর আগে বিবাহ হয়। সংসারের ছোটখাটো বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। তবে এ ব্যাপারে মৃত মীনার শাশুড়ি বলেন সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কারেন্টের হিটারে ডিম সিদ্ধ করার সময় পিলাক টি না খোলায় ওর মধ্যে শিশু মেয়েটি হাত দেয়ার কারণে শামীম তার স্ত্রীকে রাগ করলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়, সে কারনে অভিমান করেই সে ঘরের ডাবের সঙ্গে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে মিনার বাবা আব্দুল মজিদ শেখ বলেন আমার জামাই শামীম নির্মম অত্যাচার করেই আমার মেয়েকে হত্যা করেছে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply