খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মা কে মারার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ছেলে। গতকাল রবিবার সকালে উপজেলার কমলাপুর গ্রামের মৎস্যজীবী আব্দুল হান্নান (৫৫) সাথে তার স্ত্রীর বিরোধ হয়। এ ঘটনার সূত্রধরে ছেলে টিটন বাবার উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় বাবা হান্নান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধিন আহত হান্নান জানান, স্ত্রী ও ছেলের সাথে বিরোধের সূত্র ধরে ছেলে টিটন তার উপর হামলা চালায়। হামলায় তিনি মাজায় আঘাত পেয়েছেন। তিনি ছেলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। আহতের স্ত্রী হাফিজা জানন, সকালে নদী থেকে মাছ ধরে ফিরে স্বামী হান্নান তার উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছেলে বাবাকে লাথি মেরেছে বলেও তিনি স্বীকার করেন।
You cannot copy content of this page
Leave a Reply