খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় একদিনের কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যশোর জেলা পাট দপ্তরের সহকারি পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা কৃষি প্রশিক্ষক ড. মোঃ আবুল হায়াত ও খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা। সঞ্চালনায় ছিলেন জেলা মূখ্য পাট পরিদর্শক মো: সোহরাব উদ্দিন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন- প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সঠিক সময়ে চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করলে আমরা কৃষকদের কাছ থেকে ভাল পাট ও পাটবীজ পেতে পারি। তিনি কৃষকদের বলেন, আপনারা নিজেরাই একজন বিজ্ঞানী। আপনাদের এই বিজ্ঞানসম্মত কৃষি উৎপাদনমুখী জীবনে আমাদেরকে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও পাট বিভাগের ডাকে স্থানীয় কৃষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করায় সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে সচিবালয় থেকে অংশগ্রহণ করেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব মোঃ জিল্লুর রহমান। এ বছর খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত প্রসিদ্ধ ১০০ জন পাট চাষী ও কৃষক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
You cannot copy content of this page
Leave a Reply