খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের আয়োজনে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার বিকেলে খোকসা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক তমা মুন্সি, দৈনিক কুষ্টিয়া কাগজের স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি আকরাম হোসেন প্রমুখ। বক্তাগণ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলাসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
You cannot copy content of this page
Leave a Reply