খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত ‘সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবা মূলক কাজে যুবাদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন। যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তি আরিফুল আলম তসর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন ও সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন যুব পুরুষ ও যুব মহিলার অংশগ্রহনে কর্মশালার আলোচনার বিষয় ছিল ‘নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধকল্পে যুবাদের ভূমিকা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজবাহ্ উদ্দীন বলেন, আজকের যুব সমাজ নৈতিকতা ও বিপদগামীতা পরিহার করেই বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলাদেশ গড়াতে পারে। পরিবার থেকে নৈতিকতা শিক্ষা দিয়ে নিজের সন্তানকে প্রকৃত সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে উপস্থিত যুবদের আহ্বান জানাই। তিনি বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে যুবদের সু-আদর্শে নগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে আহ্বান রাখেন।
You cannot copy content of this page
Leave a Reply