খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর সন্ত্রাসী হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই কাজি আতাউল হোসেন শিপন মারাত্মক আহত হয়ে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে গত ১১ জুন এসআই শিপন জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় ঢাকা থেকে ২১ দিনের ছুটি নিয়ে তার গ্রামের বাড়ী আসলে গত ১১ জুন ওসমানপুর এর শামসুদ্দিন মন্ডল ওরফে কাটো মন্ডলের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী সামিরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শিপনকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করে। শিপন এ সময় চিৎকার করলে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। অস্ত্রধারী সামিরুল এসআই সুমনের দাদা আর দাদীর কিছু ধানী জমি জোরপূর্বক দখল করে নেয়। দখলকৃত জমি উদ্ধার করতে দুই পুলিশ সদস্য ভাই শিপন ও সুমন তাদের গ্রামের বাড়িতে এলে সামিরুলের নেতৃত্বে এ হামলা চালায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এসআই শিপনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । গতকাল শিপনের ভাই কাজী আলমগীর হোসেন রিপন বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো ওসমানপুর এরশামিরুল মন্ডল পিতা-শামসুদ্দিন মন্ডল, পাপ্পু পিতা-ওয়াজেদ আলী, রাকিব শেখ পিতা-হাবিল শেখ, আকাশ পিতা-বাবলু ধোপা, জাসদ পিতা-সামসুদ্দিন মন্ডল, মাসুদ মন্ডল পিতা-সামসুদ্দিন মন্ডল, ফারুক সেখ পিতা- আব্দুল করিম ও অপর দুজন হলো ওসমানপুর ইউনিয়নের খানপুরের ভাদু শেখের ছেলে কিরণ ও মনোহরের ছেলে জয়নাল।