গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহির উদ্দীন (৫০) নামের এক গরু ব্যবসায়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গরু ব্যবসায়ি মহির উদ্দীন গাংনী পৌর এলাকার সিনেমা হলপাড়ার হুরমত আলী কসাইয়ের ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে অসুস্থ মহির উদ্দীনকে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান,মুসল্লিরা গাংনী উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন। কয়েকজন মসল্লি গাংনী সাবরেজিস্ট্রি অফিসের সামনে একজন ব্যক্তিতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার পকেটে ৪২ হাজার ১শ টাকা ও ১টি মোবাইলফোন পাওয়া যায়। তার ব্যবহৃত মোবাইলফোনের মাধ্যমে পরিবারকে খবর দেয়া হয়। পরিবারের লোকজন তাকে দেখতে আসলে,প্রকৃত পরিচয় পাওয়া যায়। অসুস্থ গরু ব্যবসায়ি মহির উদ্দীনের স্ত্রী রোকেয়া খাতুন জানান, আমার স্বামী তার কয়েকজন ব্যবসায়ীক পার্টনারকে সাথে নিয়ে গাংনী উপজেলার বামন্দী পশু হাটে গরু বিক্রি করতে যান। ধারণা করা হচ্ছে,অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার এ অবস্থা হয়েছে। তার পকেটে আরো ৩ লক্ষ টাকা ছিল। সেগুলো অজ্ঞান পার্টি নিয়ে গেছে। এদিকে মহির উদ্দীনের শারীরিক অবস্থার অবনতি দেখে,তাকে তাৎক্ষনিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। পরে কয়েকজন সাংবাদিকের মাধ্যমে মহির উদ্দীনের ডান পকেটে থাকা টাকা ও মোবাইলফোন তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। তবে তার বাম পকেটে রাখা আরো ২লক্ষ টাকা অজ্ঞান পার্টি নিয়ে গেছে।
You cannot copy content of this page
Leave a Reply