গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ২টি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার কসবা গ্রামের মুছাদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৫) ও জারমান আলীর ছেলে জহির উদ্দীন (৫৫)। সোমবার দিবাগত রাত ১২টার দিকে কসবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাদের মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,সােমবার দিবাগত মধ্যেরাতে গাংনীর কসবা গ্রামের গােলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পিছনে খড়ের গাঁদায় ককটেল রয়েছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফাের্স নিয়ে সেখান অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করা। ককটেল রাখার বিষয়টি জানা হয় তা তথ্য দাতা জিয়ারুল ও জহিরকে জিজ্ঞাসা করতে গেলে,তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এসময় সন্দেহভাজন হিসাবে তাদের থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে,তারা নিজেই ককটেল রেখেছে বলে স্বীকারােক্তি দেয়। আটকৃতদের নামে একটি মামলা হয়েছে। সেই সাথে তাদের মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply