গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে ইয়াবা ট্যাবলেটসহ ফুরকান আহমেদ খান (৩৫) নামের এক য্বুককে আটক করেছে পুলিশ। আটককৃত ফুরকান গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ার ইদ্রিস আলীর ছেলে। গতকাল সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে গাংনী হাইস্কুল মার্কেটের সামনে থেকে ফুরকানকে আটক করে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান গাংনী হাইস্কুল মার্কেটের সামনে মাদক নিয়ে একজন অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই নূর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফুরকানকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফুরকান একজন চিহ্নিত ইয়াবা পাচারকারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply