গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের ৫৭তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে পবিত্র আল- কোরআন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী এতিমখানায় পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়। সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের জনসংযোগ প্রতিনিধি (অ্যাম্বাসেডর) সবুজ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে আল-কোরআন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিষদের গাংনী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ টোকন, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।