গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে ২ বোতল মদ, ৫শ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকৃতরা হলেন- গাংনী উপজেলার ইসলামপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ফিরোজ আলী (২৪) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৬)। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ডিবির এসআই অজয় কুমার কুন্ডু। মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়, করমদী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এসআই অজয় কুমার কুন্ডু। এসময় ফিরোজ আলীর কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও বিল্লাল হোসেনের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল এবং ২ বোতল মদ উদ্ধার করে। আটক দু’জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply