গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন মোটরসাইকেল আরোহী মারাত্বকভাবে আহত হয়েছেন। আহতরা হলেন- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, ষোলটাকা ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৮), একই গ্রামের ইমারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) ও চাঁদ আলীর ছেলে সাকিল হোসেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাশেদুল, ইমরান ও সাকিল তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহর থেকে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বমালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দু’মোটর সাইকেলের ৪ জন আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। গাংনী থানা সূত্র জানায়, দূর্ঘটনার খবর শুনে পুলিশের একটি দল তাৎক্ষনিকভাবে আহতদের খোঁজখবর নেয়।
You cannot copy content of this page
Leave a Reply