গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে পানিতে ডুবে আহসান হাবিব (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আহসান হাবিব জালশুকা গ্রামের আনিছুর রহমানের ছেলে ও জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার বিকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল। বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী জানান, আহসান হাবিব তার বন্ধুদের সাথে বাড়ির পাশে জনৈক আব্দুল হামিদের পুকুরের পানিতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এসময় তার বন্ধুরা বাড়িতে এসে খবর দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, পুকুরটি অনেক গভীর হওয়ার কারণে আহসান হাবিব দ্রুত সময়ের মধ্যে পুকুরের তলদেশে ডুবে যায়। সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি বজলুর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply