গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে প্রতারণা চক্রের চারজন সদস্যকে আটক করেছে পুলিশ। নারী দিয়ে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে স্বর্বশান্ত করায় ছিলো এ চক্রের কাজ। রবিবার দিবাগত রাতে বামন্দী শহর থেকে তাদেরকে আটক করে গাংনী থানা পুলিশের একটিদল। এসময় ওই চক্রের হাতে প্রতারিত হওয়া এক ব্যবসায়ীকে থানা নেয়া হয়। পরে ওই ব্যবসায়ি বাদি হয়ে আটককৃত চার প্রতারকের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন-বামন্দী বাজারের রতন লালের মেয়ে জোসনা রাণী ও তার ভাই মেঘলাল, নজরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও আব্দুর রবের ছেলে মকলেছুর রহমান। দীর্ঘদিন এরা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে যুবক ও ব্যবসায়ীদের ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও করা ছাড়াও ব্লাক মেইল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। পুলিশ সূত্র জানায়, জোসনা রাণীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইলফোনে বিভিন্ন ব্যবসায়ি ও যুবকদের সাথে সখ্যতা গড়ে তুলে কৌশলে ডেকে নিতেন। পরে স্থানীয় যুবকরা তাকে একটি ঘরে আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে অনৈতিক এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply