1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

গাংনীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে শরিকানা জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন-হাড়াভাঙ্গা গ্রামের হালসনাপাড়ার আতর আলীর ছেলে আলম হোসেন (৪৭), তার স্ত্রী রাশিদা খাতুন (৪০) ও ছেলে আলামিন (২২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। গতকাল রোববার সকাল ১১টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের  হালসনাপাড়ায় হামলার ঘটনা ঘটে। আহত আলম হোসেন জানান, শরিকানা ৫৪ শতক জমি চাচাতো ভাই হেকমত আলীসহ অন্যান্য শরিকদের মধ্য ভাগাভাগি হয়। ওই জমির পাশেই  ২শতক ৭০ পয়েন্ট জমি ভাগ মোতাবেক আমার দখল রয়েছে। এমনকি জমিতে আমগাছ ও নারিকেল গাছ রোপন করা হয়েছিল। হেকমত আলী ওই জমি তার নিজের দাবি করে দখলের উদ্দেশ্যে জমির আমগাছ ও নারিকেল গাছ কেটে সাবাড় করেন। এ বিষয়ে বলতে গেলে হেকমত আলীর সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেকমত আলী ও তার পক্ষের শরিফুল, সুমন ও ইলিয়াস হোসেন লাঠি-সোটা নিয়ে আমার বাড়িতে এসে হামলা করেন।  এদিকে হেকমত আলীর এক নিকট আত্মীয় অভিযোগ করে জানান, আলম হোসেন তার  লোকজনদের সাথে নিয়ে হেকমত আলীর পক্ষের কয়েকজনকে হামলা করেছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে হামলার ঘটনায় হেকমত আলীসহ তার লোকজনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান আহত আলম হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com