গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কামাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী জখম হয়েছেন। জখমকৃত কামাল সিন্দুরকৌটা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিন্দুরকৌটা গ্রামের পূর্ব পাড়ায় হামলার ঘটনা ঘটে। আহত কামাল হোসেন জানান, আমি আমার গ্রামের একটি দোকানে বসেছিলাম। এ সময় একই গ্রামের মারজেল হোসেনের ছেলে ইউসুফ আলীর নেতৃত্ব তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply