গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে গোলাম রসুল (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আজিজুল হক (৫০) নামের আরেক কৃষক আহত হয়েছেন। নিহত গোলাম রসুল সহড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে। আহত আজিজুল একই গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সহড়াবাড়িয়া গ্রামের মাঠে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বিকেলে গোলাম রসুল ও আজিজুল গ্রামের মাঠে গরু চরাচ্ছিলেন। এসময় আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে আকস্মিক ১টি বজ্রপাত গোলাম রসুলের শরীরে পড়লে, ঘটনাস্থলেই সে মারা যান। এসময় তার পাশে থাকা আজিজুল বজ্রপাতে আহত হন। মাঠের কৃষকরা আজিজুলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। গাংনী থানার ওসি হতাহতের বিষঢটি নিশ্চিত করে জানান নিহতের লাশ পুলিশের একটিদল উদ্ধার করেছে। আহতের খোঁজখবর নেয়া হচ্ছে।
Leave a Reply