গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব চেক প্রদান করা হয়। মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক প্রদান করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গাংনী উপজেলার বিভিন্ন এলাকার পাঁচটি মসজিদ ও পাঁচটি মন্দিরে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।