গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেন (১২) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত আবির চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে। আবির ও তার মা কয়েক বছর যাবত নানা বাড়ি মিনাপাড়া গ্রামে বসবাস করে আসছিল। আবির মিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে একটি পাটক্ষেত থেকে গাংনী থানা পুলিশের একটি দল আবিরের হাত বাধা লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান শনিবার বিকেলে আবির নিখোঁজ হয়। বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত কোন এক সময় মিনাপাড়া গ্রামের মাঠে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু নবী মেম্বরের ছেলে হামিম হোসেন (১৬) ও একই গ্রামের মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ আলীকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই আবিরের মোবাইলফোন থেকে একটি অপহরণকারীদল তার মা ও প্রবাসী বাবার মোবাইল নাম্বারে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিয়ে হলেও ছেলেকে ফেরত পেতে আকুল মিনতি জানান আবিরের বাবা আশাদুল ইসলাম ও মা রোজিনা খাতুন। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ না নিয়ে শ্বাসরোধে আবিরকে হত্যা করে পাটক্ষেতে মরদেহ ফেলে দেয় অপহরণকারীরা। এদিকে গাংনী থানা পুলিশ আবিরের লাশ রাতেই উদ্ধার করে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সাথে জড়িত রয়েছে এমন সন্দেহে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। পুলিশের একাধিকদল মাঠেও নেমেছে।
You cannot copy content of this page
Leave a Reply