গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মেহেরপুরের আদালতের মাধ্যমে তিনি জামিন পেয়েছেন।
গতকাল শনিবার ভোরে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এবং শনিবার দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। জানা যায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিক আল আমি হোসেন মেহেরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম রাফিয়া সুলতানার আদালতে জামিনের আবেদন করলে তিনি জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ। আসামী পক্ষের আইনজীবি ছিলেন শফিকুল আলম। উল্লেখ্য : ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় মেহেরপুর- (গাংনী) আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ভাড়াকৃত বাড়ি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত পত্রিকায় আরো উল্লেখ্য করা হয়েছিল যে সাবেক এমপি মকবুল হোসেন ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি। এ সংবাদটি প্রকাশ হওয়ার পর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য (সাবেক এমপি) বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদি হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১২ তাং- ১৩-০৫-২০২০ইং।
You cannot copy content of this page
Leave a Reply