গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে রিতা খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় আত্মহত্যা করেছে। স্কুল ছাত্রী রিতার বাবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। রিতার বাবা-মায়ের সংসার ছাড়াছাড়ি হওয়ার কারণে সে তার নানা বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে বসবাস করে আসছিল। রিতা কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নানা কাজীপুর গ্রামের কিন্নাল আলীর ঘরের আড়া থেকে রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা জানান রিতা খাতুনের সাথে রোববার দিবাগত রাত ১১টার দিকে কাজীপুর গ্রামের সর্দারপাড়ার সৌদি ফেরত রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। এ বিয়েতে রিতার সম্মতি ছিলোনা। এ নিয়ে সে অভিমানে সবার অজান্তে তার নানার বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় কয়েকজনের ধারণা রিতা লেখাপড়া শেষ করে বিয়ে করতো। কিন্তু তার নানার পরিবার জোরপূর্বক বাল্যবিবাহ দেয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
You cannot copy content of this page
Leave a Reply