মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকিল হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন যুবক। নিহত সাকিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর ছেলে। আহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৮), মেহেরপুরের গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৫) ও হেমায়েতপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৪)। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে সাকিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সন্ধ্য সাড়ে ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাশেদুল ও সাকিল দু’বন্ধু একটি মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহর থেকে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বমালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’মোটরসাইকেলের ৪জন আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সাকিল, ইমরান ও সাব্বিরের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার রাতেই তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাকিলের মৃত্যু হয়। এদিকে খবর শুনে গাংনী থানার এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, দূর্ঘটনার খবর শুনে পুলিশের একটিদল তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।