গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি এলাকা কাজীপুর-পীরতলা সড়ক থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের দু’জনের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্র জানায়। আটককৃতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের পূর্বপাড়ার মৃত সজিবুল ইসলাম ওরফে পিন্টুর ছেলে সোহেল রানা ওরফে রনি (২৪) ও একই গ্রামের মোলাম আলীর ছেলে রুবেল আলী (২৩)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে জেলা ডিবি পুলিশের একটিদল কাজীপুর-পীরতলা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা ডিবির এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস। মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply