গাংনী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ঘোষিত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কিডস অল অ্যালাউন্স (ভাতা সমূহ) স্কুল ড্রেস (পোষাক), স্কুল ব্যাগ, জুতাসহ শিক্ষা সামগ্রী বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে সেবা ডিজিটাল লিমিটেড ঢাকা। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মো ঃ আলাউদ্দীন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সভায় প্রধান আলোচক ছিলেন সেবা ডিজিটাল লিমিটেড-ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। সভাটি পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাজাহান রেজা। সভায় অংশগ্রহণ করেন গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উল্লেখ্য, এবার গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ড্রেস ( পোশাক), স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী পাবে।
You cannot copy content of this page
Leave a Reply