গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে কাথুলী ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply