গাংনী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় দিকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply