ঢাকা অফিস ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। গত মে মাসের টানা ১১ দিনের যুদ্ধ শেষে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পর এ নিয়ে তৃতীয়বারের মতো বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার একটি অস্ত্র উৎপাদনকারী অঞ্চলকে টার্গেট করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, গাজা উপত্যকা থেকে আশেপাশের ইসরায়েলি বসতিতে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চারানো হয়। হামাসের নিরাপত্তা সূত্র জানায়, একটি প্রশিক্ষণকেন্দ্রে ইসরায়েল এই অভিযান চালায় তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাসের টানা ১১ দিনের যুদ্ধে ৬৬ শিশুসহ অন্তত ২৫৬ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে এ যুদ্ধে দুই শিশুসহ প্রায় ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হন। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান হয়।
You cannot copy content of this page
Leave a Reply