ঢাকা অফিস ॥ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারী বদরুজ্জামানকে। তিনি বসিরহাটে শিক্ষক পরিচয়ে ১৩ বছর লুকিয়ে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয় বসিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তাকে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আঁধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দালাল মারফত বসিরহাটে বাড়ি ভাড়া নেয় বদরুজ্জামান। শিক্ষক পরিচয় দিয়ে বিয়েও করেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে একেবারে স্বাভাবিক জীবন যাপন করছিলেন একাধিক নাশকতায় যুক্ত এ অভিযুক্ত। সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে বদরুজ্জামানের অবস্থান নিশ্চিত করা হয়। খবর দেওয়া হয় ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এরপর তাকে আটক করে নিশ্চিত করার জন্য ছবি পাঠানো হয় বাংলাদেশে। বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সবুজ সংকেত পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে ভারতীয় গোয়েন্দারা।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনাকে টার্গেট করে পরপর গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও ৩০০ জন আহত হয়। এ সময় মূল ষড়যন্ত্রকারীদের মধ্যে বদরুজ্জামানের নাম উঠে আসে। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর অনেক অপরাধীর মতো দেশ ছেড়ে পালিয়ে যায় বদরুজ্জামান। আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে।
Leave a Reply