নিজ সংবাদ ॥ আখের টেকসই জাত উদ্ভাবন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর তত্বাবধানে চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে আখের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশন। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার চেঁচুয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এক কর্মশালায় এ উদ্যোগের কথা জানান শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তাদের চাষীদের আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর কলাকৌশলের মাধ্যমে সাফল্য লাভ করেছে। এবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সহযোগিতায় তাদের পদ্ধতি অবলম্বন করে আখ চাষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ব্যাপারে চলতি বছর কুষ্টিয়া সুগার মিলে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে দেশে অধিক চিনি আহরণযোগ্য উন্নতজাতের আখ চাষ বাড়বে। এতে একদিকে যেমন চালু চিনিকলগুলোতে উৎপাদন অব্যাহত থাকবে অন্যদিকে উৎপাদন স্থগিত হয়ে যাওয়া চিনিকলগুলো চালু করা সম্ভব হবে।
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক আমজাদ হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামসহ দেশের বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply