নিজ সংবাদ ॥ ভোরের পাখি কুষ্টিয়ার সভাপতি কুষ্টিয়ার বিশিষ্ট ঠিকাদার আলহাজ¦ নুরুল ইসলামের বড় ভাই সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবি কুষ্টিয়ার কৃতিসন্তান এ্যাড. নুরুল আমীনের পারিবারিক প্রতিষ্ঠান রাজধানী এন্টাপ্রাইজ ও চায়না বাংলা প্লাষ্টিক ইন্ডাষ্ট্রির উদ্যোগে কুষ্টিয়ায় করোনা রোগীদের জন্য ৩টি বাইপাপ মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই বাইপাপ মেশিন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দেলদার হোসেনের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এস.এম মোস্তানজিদ, কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ সালেক মাসুদ, ডাঃ আক্রামুজ্জামান মিন্টু, ডাঃ ইকবাল হোসেন, কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি মোকাররম হোসেন মেয়াজ্জেম, এস,এম কাদেরী শাকিল, পরিচালক মুক্তারুজ্জামান মুরাদ চৌধুরী, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারী শাহনেওয়াজ আনসারী মঞ্জু, চায়না বাংলা ইন্ডাষ্ট্রি‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। এসময় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দেলদার হোসেন বলেন- করোনাকালীন কুষ্টিয়ার সচেতন এবং বিত্তবান ব্যক্তিগণ যেভাবে সহযোগিতার হাত প্রসার করে নিবেদিত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে তা ভাষায় প্রকাশ করার মত নয়।