1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

চিকিৎসকসহ ৮২৮৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

 

ঢাকা অফিস ॥ দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বৃহস্পতিবার এ তথ্য জানায় সংগঠনটি। বিএমএ জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন। বিএমএ আরও জানিয়েছে, গত ৬ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com