নিজ সংবাদ ॥ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ১৯৫১ সাল থেকে ৮ সেপ্টেম্বর সারা বিশ্বে ফিজিওথেরাপি দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৬৬ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর দিবসটির গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অস্টিওআর্থাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’। গতকাল বৃহস্পতিবার বিকেলে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার আয়োজনে এবং রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের উদ্দ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে। শহরের ছয় রাস্তার মোড়স্থ্য রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব কুষ্টিয়ার পেসিডেন্ট আবু হাসান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আসমা জাহান লিজা। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আফিয়া আনজুম উল্কামনি’র সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রোটারীয়ান সৈয়দা হাবিবা(এ.কে.এস)। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের লেকচারার ডাঃ মোঃ আরিফুল হক, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক পেসিডেন্ট ওবায়দুর রহমান। বক্তারা বলেন, ফিজিওথেরাপি গবেষণালব্ধ ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে সব বয়সী মানুষের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা। শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। বলা হয়ে থাকে অনেক রোগের আসল মেডিসিন এই থেরাপি। অনেক সময় সঠিক ফিজিও থেরাপি দেয়া হলে অস্ত্রোপচারও লাগে না। অর্থোপেডিক্স, কার্ডিও পালমোনারি, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনোকলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বক্তারা আরও বলেন, ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বাত-ব্যথা বা আঘাতজনিত ব্যথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেন। দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত-ব্যথা ও পক্ষাঘাতের রোগীদের সমস্যা ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা। মাংসপেশি ও হাড়ের সমস্যা, পোড়া রোগী, জন্মগতভাবে যেসব শিশু প্যারালাইসিস বা সেরিব্রাল পালসি ও মেরুদন্ডের সমস্যায় আক্রান্ত বা ঘাড়, হাত, পা বেঁকে যাওয়া ঠিক করতে পারে না, হৃদরোগ ও ফুসফুসের সমস্যা, শল্যচিকিৎসা, বার্ধক্যজনিত সমস্যা ও পঙ্গু পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নেই। চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব, ফিজিওথেরাপি চিকিৎসকদের ভূমিকা ও অবদান সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যেই এ দিবসটি পালন করা হয় বলেও জানান তারা। পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন খলিলুর রহমান মজু, রতন কুমার সাহা, আব্দুল আজিজ, তহমিনা, সালমানের মা, পান্না রানী, সাহানাজ, সোহেল, বিপ্লব, কারশেদ আলম। কুষ্টিয়ায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবার মাধ্যমে জেলার প্রন্তিক জনগোষ্ঠীর মাঝে মানসম্পন্ন ও কার্যকর ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ায় রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের কর্মকর্তা ও চিকিঃসকবৃন্দকে ধন্যবাদ জানান সেবা নিতে আশা সাধারণ মানুষ। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার ট্রেজারার জাহিদুর রহমান রনি, রোটারী স্পেশালাইজড ফিজিওথেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতালের ডাঃ আশফাকুর রহমান(পিটি), ডাঃ তামান্না ফেরদৌস(ডিপিটি), ডাঃ জেসমিন আক্তার(ডিপিটি)।
You cannot copy content of this page
Leave a Reply