ঢাকা অফিস ॥ চীনে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে করোনাভাইরাস এবং এ-সংক্রান্ত রোগে প্রায় ১৩ হাজার মানুষ মারা গেছেন। গতকাল রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) গত শনিবার দেয়া এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ৬৮১ জন করোনাভাইরাস সংক্রমণ থেকে সৃষ্ট শ্বাসযন্ত্রের সমস্যায় প্রাণ হারান। বাকি ১১ হাজার ৯৭৭ জন সংক্রমণের সঙ্গে অন্যান্য রোগের সমন্বয়ে মারা গেছেন। মৃত্যুর এই সংখ্যা শুধু হাসপাতালে ভর্তি রোগীদের বিবেচনা করা হয়েছে। এক সপ্তাহ আগে চীন জানিয়েছিল, জিরো কোভিড নীতি বাতিলের পর ১২ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বেইজিং গত ডিসেম্বরে শূন্য কোভিড কৌশল থেকে সরে আসে। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত মৃত্যুর তথ্য নিয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। একটি নিরপেক্ষ গবেষণা সংস্থা এয়ারফিনিটির দেয়া তথ্য অনুযায়ী, চন্দ্র নববর্ষের ছুটিতে চীনে প্রতিদিন ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এদিকে শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর এত রোগী একসঙ্গে ভর্তি হওয়ার খবর এটাই প্রথম বলে জানা গেছে। চীনে জিরো কোভিড নীতি বন্ধ করে দেয়ার পর মৃত্যুর সংখ্যা ব্যাপকহারে বেড়ে গেছে। করোনা এবং করোনা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে এক মাসে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে ৫৯ হাজার ৯৩৮ জন মারা গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply