খন্দকার শাহ আলম মন্টু ॥ চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংস্হার চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গাস্হ কার্যালয় থেকে অনুষ্ঠানটি উপস্থাপন করেন সাংবাদিক বিপুল আশরাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন যোগাযোগ ও সাংবাদিতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল, চুয়াডাঙ্গায় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সমাজসেবার উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক। বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা কার্যালয় থেকে একযোগে ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের উদ্বোধন করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গায় ড্রাইভিং এ ২ ব্যাজে ৬০ জন ও কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন, ঝিনাইদহ ড্রাইভিং এ ৩ ব্যাজে ৯০ জন ও কম্পিউটারে ১ ব্যাজে ৩০ জন, কুষ্টিয়ায় কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন, মেহেরপুর কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন এবং মাগুরায় ড্রাইভিং এ ২ ব্যাজে ৬০ জন ও কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন। প্রধান অতিথি মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার আপনারা। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উচ্চ শিক্ষায় আইটি সেক্টরে অনেক গুরুত্ব দিয়েছে। প্রান্তিক পর্যায়ে তিনি একই গুরুত্ব দিয়েছেন। সেই কারনে আজ আপনারা ফ্রি ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শিখতে পারছেন। এ সুযোগ আপনারা কাজে লাগাবেন।
You cannot copy content of this page
Leave a Reply