চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন, মাগুরার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভোন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (২৩)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির জীবননগর বিওপির সদস্যরা গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় সীমান্তের করিমপুর বাজারের বাবু মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ওই চার বাংলাদেশিকে আটক করে। আটকরা ভারত থেকে অনুপ্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
Leave a Reply