নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের কাছে এ মনোনয়ন জমা দেন প্রার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন এবং তাঁর হাতে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী ফারুক-উজ-জামান, এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আকতারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম চুনু, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান,কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহম্মেদ মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক প্রমুখ। অপর চেয়ারম্যান প্রার্থী কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন মনোনয়ন সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছে দাখিল করেন।
এ সময় জেলা জাসদের সাধারন সম্পাদ আব্দুল আলিম স্বপন, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বশেষ কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে ৩২ জন ও নারী সংরক্ষিত আসনে ১১জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই আগামী ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
You cannot copy content of this page
Leave a Reply