নিজ সংবাদ ॥ আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় অতিবাহিত হওয়ার পর গতকাল ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ গতকাল সোমবার সকালে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থাকায় গতকাল প্রার্থীরা নেতা-কর্মীদের সাথে নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। প্রতীক বরাদ্দের পুর্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক সকল প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন ২ জন প্রার্থী। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। তিনি পেয়েছেন আনারস প্রতীক। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত প্রার্থী কুষ্টিয়া জেলা জাসাদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন। তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন মোটর সাইকেল প্রতীক নিয়ে।
সংরক্ষিত মহিলা সদস্য ১ নং ওয়ার্ড (দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলা) ঃ এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন। এদের মধ্যে মায়াবী রোমান্স মল্লিক (হরিন প্রতীক), মারুফা ইয়াসমিন (বই প্রতীক), শারমিন আক্তার নাসরিন (মাইক প্রতীক), সুফিয়া বানু (দোয়াত কলম প্রতীক) ও সুচিত্রা রানী দত্ত (ফুটবল প্রতীক) পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড ২ নং ওয়ার্ড (কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলা) ঃ ২ নং ওয়ার্ডে প্রার্থী ৬ জন। এদের মধ্যে জান্নাতুল ফেরদৌস (হরিণ প্রতীক), জান্নাতুল মাওয়া (মাইক প্রতীক), নিলুফা আক্তার (ফুটবল প্রতীক), রাহেনা খাতুন (টেবিল ঘড়ি প্রতীক), রোজী সুলতানা (বই প্রতীক) ও সুলতানা পারভিন (দোয়াত কলম প্রতীক) এ প্রতিদ্বন্দ্বীতা করবেন।
১ নং ওয়ার্ড পুরুষ (দৌলতপুর উপজেলা) ঃ আব্দুল কাদের (তালা প্রতীক), আব্দুল কাদের (টিউবওয়েল প্রতীক), আসাদুজ্জামান লোটন (ঘুড়ি প্রতীক), হুমায়ুন কবির (ক্রিকেট ব্যাট প্রতীক) ।
২ নং ওয়ার্ড পুরুষ (ভেড়ামারা উপজেলা) ঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে জয়ী হয়েছেন।
৩ নং ওয়ার্ড পুরুষ (মিরপুর উপজেলা) ঃ মহম্মদ আলী জোয়ার্দ্দার (তালা প্রতীক), আব্দুল মতিন (উট পাখি প্রতীক), আলমগীর হোসেন (ঘুড়ি প্রতীক) ও ইব্রাহিম খলিল (টিউবওয়েল প্রতীক)।
৪ নং ওয়ার্ড পুরুষ (কুষ্টিয়া সদর উপজেলা) ঃ খান-এ করিম অকুল (অটো রিকসা প্রতীক), কামরুল হাসান নাহিদ (হাতি প্রতীক), জহুরুল ইসলাম (তালা প্রতীক), মামুনুর রশিদ (ঢোল প্রতীক), মুহাইমিনুল (ঘুড়ি প্রতীক), শফিকুল ইসলাম (উটপাখি প্রতীক), শরিফুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) ও সেলিম বিশ্বাস (টিউবওয়েল প্রতীক)।
৫ নং ওয়ার্ড পুরুষ (কুমারখালী উপজেলা) ঃ গাজী তারেক ফারুক (হাতি প্রতীক), আব্দুর রাজ্জাক (টিউবওয়েল প্রতীক), আতিয়ার রহমান টুকু (বৈদ্যুতিক পাখা প্রতীক), টিপু সুলতান (তালা প্রতীক), সেলিম হক (অটো রিকসা প্রতীক)।
৬ নং ওয়ার্ড পুরুষ (খোকসা উপজেলা) ঃ আকরাম হোসেন (তালা প্রতীক), আলাউদ্দিন পিন্টু (হাতি প্রতীক), মুজাহিদুল ইসলাম (টিউবওয়েল প্রতীক), রকিবুল ইসলাম (অটো রিকসা প্রতীক)।