নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামীলীগের সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হাজী রবিউল ইসলাম বলেছেন, জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খানকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিজয় ঘরে তুলে আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পার্লামেন্ট বোর্ড কর্তৃক আলহাজ¦ সদর উদ্দিন খানকে মনোনিত করায় এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগ পার্লামেন্টারী বোর্ড কর্তৃক আলহাজ¦ সদরউদ্দিন খানকে মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলহাজ¦ সদর উদ্দিন খান একজন পরীক্ষিত আওয়ামীলীগ নেতা। তিনি জেলা পরিষদের একজন যোগ্য ব্যক্তি। পার্লামেন্টারী বোর্ড একজন যোগ্য ব্যক্তিকে প্রার্থী করায় কুষ্টিয়ার উন্নয়নে তিনি অগ্রনী ভুমিকা রাখতে পারবেন বলে আশা রাখি। হাজী রবিউল ইসলাম বলেন, সুদীর্ঘ ৭০বছরের জীবনকালে আমার রাজনৈতিক সামাজিক ব্যবসায়ীক পরিচয়ের চেয়ে বড় পরিচয় আমি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৪বছর বয়স থেকে রাজনৈতিক জীবন শুরু করি। ৭১সালে মুক্তিযুদ্ধে পায়ে হেটে ভারতের আসাম রাজ্যে গমন করে ট্রেনিং গ্রহন করি। জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধে বেঁচে আসলেও আমার সহযোদ্ধা আটজন বংশীতলার যুদ্ধে শহীদ হন। তিনি বলেন, মুজিব হত্যার পরবর্তি সময়ে জিয়ার শাসনামলে রাজনীতিতে আমরা কঠিন সময় পার করি। মামলা, হামলা আর প্রতিহিংসার রাজনীতিতে জেল জীবনের দুঃসজীবন কাটাতে হয়। ২০০৪সালের সম্মেলনে আমি সহসভাপতি নির্বাচিত হয় আজ অবধি ২০বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি সাংবাদিকদের জানান ২০০৯সালে মাহবুবউল আলম হানিফ এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই কুষ্টিয়ার উন্নয়ন শুরু হয়। আজ অবধি কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যার মুলে রয়েছেন হানিফ। স্বপ্নদ্রষ্টা হানিফের সাথে আমি নিজেও স্বপ্ন পূরনের এক ক্ষুদ্র কারিগর হিসেবে এই সব উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বলেন, ২০১৭ সালে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর থেকে জেলা পরিষদকে গতিশীল ও সফল প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে চেষ্টা করেছি। তিনি ভারাক্রান্ত মনে বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এত পরিশ্রম, এত সফলতার যথাযথ কোন স্বীকৃতি আমি আপনাদের নিকট থেকে পায়নি। মনে রাখবেন ভাল কাজের স্বীকৃতি আরো ভাল কিছুর পথ সৃষ্টি করে, তানা হলে সে পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তিনি আরো বলেন, একটি স্পর্শকাতর মামলায় সম্পুুর্ণ ষড়যন্ত্র ও অন্যায়ভাবে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়। আবার এ নিয়ে শুরু হয় মিডিয়া ট্রায়াল। কোন যাচাই বাছাই ছাড়া আমার রাজনৈতিক ও সামাজিক জীবনকে পর্যুদুস্ত করতে একের পর এক মনগড়া সংবাদ পরিবেশন হতে থাকে দিনের পর দিন। তিনি জেলা আওয়ামীলীগের প্রার্থী আলহাজ¦ সদর উদ্দিন খানকে একজন বিজ্ঞ ও বিচক্ষণ নেতা হিসেবে আগামী জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা রাখি। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রার্থী আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী।
You cannot copy content of this page
Leave a Reply