ক্রীড়া প্রতিবেদক ॥ শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা এলো আবাহনী লিমিটেডের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলিতে তারা পাচ্ছে না মুশফিকুর রহিমকে। আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আবাহনী অধিনায়ক। মুশফিককে নিয়ে দুর্ভাবনার ব্যাপার আছে জাতীয় দলের জন্যও। আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার গাজী গ্র“প ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি লাগে তার আঙুলে। তখনই ব্যথায় বেশ কাতর দেখা যায় তাকে। মাঠে খানিকটা চিকিৎসা নেওয়ার পর কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংও করেন। কিন্তু ব্যথা থাকায় প্রথমে এক্স-রে করানো হয়। তাতে কিছু ধরা না পড়ায় স্ক্যান করানো হয়। তাতেই পাওয়া যায় দুঃসংবাদ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন, মুশফিক দ্রুতই সেরে উঠবেন বলে আশা তার। “আজকে সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। স্ক্যানে তার বাঁ হাতের তর্জনিতে হেয়ারলাইন ফ্র্যাকচারের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আবার পর্যালোচনা করব। যেহেতু হেয়ারলাইন ফ্র্যাকচার, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় লাগবে না।” প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। লিগে ম্যাচ বাকি তাদের তিনটি। ১২ ইনিংস খেলে মুশফিকের রান ৩৮.১৪ গড়ে ও ১৩০.২৪ স্ট্রাইক-রেটে ২৬৭। এক সপ্তাহ পর মুশফিকের আঙুলের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তার জিম্বাবুয়ে সফরের ব্যাপারে। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি চেয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা শেষে, সবার আগে একমাত্র টেস্ট ম্যাচ।
You cannot copy content of this page
Leave a Reply