মিলন আলী ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দাহ মাঠে গতকাল শনিবার সকাল ৭টার সময় পেঁয়াজের জমি দখলকে কেন্দ্র করে আমিরুল (৩৫), পিতা রহিম, মাসুদ, পিতা আজিজুল, কিরন (২৫) পিতা তালেব, জিকু, পিতা বদরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে আহত করেন কামরুল ও নুরুজ্জামান এর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় আহতদের মিরপুর হাসপাতালে আনার পথে আবারও হামলা করেন এলাকার চিহ্নিত পয়ারি গ্রামের আরও কিছু দুর্বৃত্তরা। সকাল ৯টার সময় আটিগ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশিদ স্কুলে যাওয়ার পথে গোলাবাড়ীর মোড়ে আটকিয়ে ঐ কামরুজ্জামানের নেতৃত্বে কিছু বহিরাগত লাঠি শোটা দিয়ে পিটিয়ে মানুষ গড়ার কারিগর শিক্ষককে আহত করে। তার গায়ের পাঞ্জাবী ছিড়ে যায়। আহতদের মিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতের পরিবার মিরপুর থানায় মামলার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, কামরুজ্জামান পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন।
Leave a Reply