ঢাকা অফিস ॥ জঙ্গিদের নিষ্ক্রিয় করতে জনগণকে সচেতন থাকার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গুলশান হামলার পাঁচ বছর পূর্তিতে গত বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, সন্ত্রাসী ও জঙ্গি কর্মকা- প্রতিরোধে সাধারণ মানুষের একনিষ্ঠ যে অংশগ্রহণ ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পাঁচ বছর পূর্তিতে ওই ঘটনায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে গত বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত উপমহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। সেই সঙ্গে জঙ্গি হামলায় নিহত দেশি বিদেশি নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় বলে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply