নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্র“পের ২০২২-২০২৫ ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২১ মে। ইতিমধ্যে মনোনয়ন জমা এবং প্রার্থীতা চুড়ান্ত শেষে ১৩টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। গত বুধবার প্রার্থীদের প্রতিক চুড়ান্ত করা হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করলেও সহ সম্পাদক পদে প্যানেলের বাইরে একজন প্রার্থী রয়েছেন। নির্বাচনে আখতার-নুরুল-সেলিম পরিষদের সভাপতি আখতারুজ্জামান (প্রতিক হারিকেন), কার্যকারী সভাপতি মোঃ নুরুল ইসলাম (ফুটবল), সিনিয়র সভাপতি আমজাদ হোসেন (হরিন), সহ-সভাপতি সালাউদ্দিন সন্টু (ছাতা), সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম (মাছ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (আনারস), সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (সিংহ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (কুঁড়েঘর), কোষাধ্যক্ষ কোরবান আলী (হাতি), নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম (কবুতর), বিল্লাল হোসেন (আম), কাজী জালাল উদ্দিন রুমি (একতারা), কামরুজ্জামান মিন্টু (তালাচাবি)। ‘উন্নয়ন অগ্রগতি আর নিরবিচ্ছিন্ন সেবার ধারাবাহিকতার অঙ্গীকার’ নিয়ে বর্তমান পরিষদের সভাপতি আসগর আলীর নেতৃত্বে বর্তমান পরিষদের সভাপতি আসগর আলী (প্রতিক মটর সাইকেল), কার্যকরী সভাপতি আতাহার আলী (গরুর গাড়ি), সিনিয়র সহ-সভাপতি আকিল আহমেদ (রিক্সা), সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান (চাকা), সাধারণ সম্পাদক এস, এস রেজাউল ইসলাম বাবলু (টেলিভিশন), যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টু (চেয়ার), সহকারী সম্পাদক আমজাদ আলী (বটগাছ), সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম (গোলাপ ফুল), অর্থ সম্পাদক এস এম রেজাউল করিম (টেবিল), নির্বাহী সদস্য হাফিজুর রহমান (বই), আইয়ুব আলী (শাপলা ফুল), শেখ মাহমুদ আল আবদী (ট্রাক) ও আতিয়ার রহমান (কাপ পিরিচ)। এদিকে সভাপতি পদে আখতারুজ্জামানের ছেলে রাকিবুজ্জামান সভাপতি পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া আবুল হাশেম হাজু সহকারী সম্পাদক পদের জন্য প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি পেয়েছেন বাস প্রতিক।
Leave a Reply